ঢাকা-চট্টগ্রামে ইয়াবার পাহাড় জব্দ-উদ্ধার ২৮ লাখ
স্টাফ রিপোর্টার: ঢাকা ও চট্টগ্রামে রোববার রাতভর বিশেষ অভিযান চালিয়ে ২৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এই অভিযানে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তাদের মধ্যে আলী আহমেদ নামের একজন ইয়াবা চোরাচালান চক্রটির প্রধান বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বাংলাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে এটিই একদিনে এখন পর্যন্ত আটক করা ইয়াবার সবচেয়ে বড় চালান।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় ২৮ লাখ পিস ইয়াবা উদ্ধার এবং আলী আহমেদসহ ইয়াবা চোরাচালান চক্রের তিনজনেক গ্রেফতার করা হয়।
আলী আহমেদ এ চোরাচালান চক্রের প্রধান বলে র্যাবের কর্মকর্তা মাকসুদুল আলম জানান।