• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

ঢাকা উত্তরে ভোট ২৬ ফেব্রুয়ারি


প্রকাশিত: ৭:২২ পিএম, ৪ জানুয়ারী ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯৬ বার

 

স্টাফ রিপোর্টার :  ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ ফেব্রুয়ারি ভোট Election-Commission-www.jatirkhantha.com.bdনেওয়া হবে। আর শূন্য ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া-১ ও গাইবান্ধা-১ সংসদীয় আসনের উপ-নির্বাচন হবে ১৩ মার্চ। আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

হেলালুদ্দীন জানান, ঢাকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৯ জানুয়ারি। আর দুই সংসদীয় আসনে উপ-নির্বাচনের বিস্তারিত সময়সূচি ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

গত বছরের ৩০ নভেম্বর যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক ১৬ ডিসেম্বর সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মারা যান ১৯ ডিসেম্বর সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।