ঢাকায় ১৭১৩৩ করোনা বিস্ফোরণ
বিশেষ প্রতিনিধি : ঢাকায় ১৭১৩৩ করোনায় বিস্ফোরণ অবস্থা বিরাজ করছে। করোনার থাবায় রাজধানীবাসীর ঘুম হারাম হয়ে পড়েছে। ঢাকায় আজ ৩ জুন পর্যন্ত মোট ১৭ হাজার ১৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে করোনার থাবায় এপর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ৭’শ মানুষের। করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৬৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫৫ হাজার ১৪০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এদিকে রাজধানী ঢাকায় সর্বাধিক করোনা রোগী আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত মোট ১৭ হাজার ১৩৩ জন রোগী শনাক্ত হয়েছে। যা মোট আক্রান্তের ৫০ দশমিক ৫৮ শতাংশ। এর মধ্যে রাজধানীর মহাখালী, যাত্রাবাড়ী, কাকরাইল, মিরপুর এলাকায় সর্বাধিক আক্রান্ত হয়েছে। আজ বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।আক্রান্তদের মধ্যে রাজধানীর আব্দুল্লাহপুরে ২৩ জন, আফতাবনগরে ১১ জন, আদাবরে ৬৭ জন, আগারগাঁওতে ৯৬ জন, আহমেদনগরে দুজন, আহামেদাবাগ সাতজন, আমিনবাজারে দুজন, আমলাপাড়ায় দুজন, এয়ারপোর্টে আটজন, আরামবাগে ১০ জন, আরমানিটোলায় ছয়জন, আসাদগেটে একজন, আশুলিয়াতে চারজন, আশকোনায় দুজন, আজিমপুরে ৮১ জন।
বাবুবাজারে ১৬১ জন, বাহাদুরবাজারে একজন, বাড্ডায় ১৬৭ জন, বেইলি রোডে ২২ জন, বনানীতে ৮২ জন, বাংলাবাজারে একজন, বাংলামোটরে নয়জন, বংশালে ১০৭ জন, বেগুনবাড়িতে দুজন, বানিয়ানগরে একজন, বাসাবোতে ১০২ জন, বিজয়নগরে দুজন, বসুন্ধরায় ৬৩ জন, বেগুনবাড়িতে চারজন, বেগমবাজারে দুজন, বেড়িবাঁধে একজন, বকশিবাজারে পাঁচজন, বসিলায় পাঁচজন, বুয়েট এরিয়াতে একজন, ক্যান্টনমেন্টে ২৬ জন, সেন্ট্রাল রোডে চারজন, চানখারপুলে ৪৮ জন, চকবাজারে ৮১ জন।
দনিয়াতে ২৩ জন, দক্ষিণখানে ১৪ জন, ঢাকেশ্বরীতে একজন, ডেমরায় ৪৪ জন, ধানমন্ডিতে ২২৭ জন, ধলপুরে ২১ জন, ধোলাইপারে সাতজন, ধোলাইখালে দুজন, দয়াগঞ্জে তিনজন, এলিফ্যান্ড রোডে ২৮ জন, ইংলিশ রোডে দুজন, ইস্কাটনে ৬৪ জন, ফরাশগঞ্জে দুজন, ফার্মগেটে ৫১ জন, গেন্ডারিয়াতে ১২৩ জন, গাউসিয়াতে ১২ জন, গাবতলীতে ছয়জন, গোলারটেকে একজন, গোরানে ২৪ জন, গোলাপবাগে ১৪ জন, গণকটুলিতে পাঁচজন, গোপীবাগে ৪১ জন, গুলবাগে একজন, গুদারাঘাটে একজন, গ্রিনরোডে ৫৪ জন, গুলিস্থানে ১১ জন, গুলশানে ১৩০ জন।
হাতিরঝিলে ছয়জন, হাজীপাড়ায় সাতজন, হাটখোলাতে একজন, হাতিরপুলে ৩৫ জন, হাজারীবাগে ৯৪ জন, ইব্রাহিমপুরে ১১ জন, ইন্দ্রিরা রোডে ছয়জন, ইসলামবাগে ১০ জন, ইসলামপুরে আটজন, জেলগেটে দুজন, যাত্রাবাড়ীতে ৩৫৪ জন, জিনজিরাতে একজন, জেলগেইটে ২১ জন, জুরাইনে ৫৭ জন।কাফরুলে ২৬ জন, কল্যাণপুরে ৪৫ জন, কলাবাগানে ৫০ জন, কাকরাইলে ২৯৯ জন, কাঁঠালবাগানে ৩০ জন, কমলাপুরে ২৮ জন, কাঞ্চনপুরে তিনজন, কাজলায় তিনজন, কামরাঙ্গীচরে ৫৫ জন, খাটাসপুরে দুজন, কাজীপাড়ায় ২০ জন, কাওরানাবাজারে ২৪ জন, করাতিটোলায় একজন, কোণাপাড়ায় পাঁচজন, কসাইটুলিতে একজন, কচুক্ষেতে সাতজন, খিলগাঁওতে ১৮৮ জন, খিলক্ষেতে ১৪ জন, কলতাবাজারে একজন, কদমতলীতে ২৪ জন, কোতায়ালীতে ২৯ জন, কুতুবখালীতে সাতজন, কুড়িলে ৯ জন।
লালমাটিয়ায় ৪৫ জন, লালবাগে ১৮১ জন, লক্ষ্মীবাজারে ২২ জন, মাদারটেকে নয়জন, মালিটোলায় চারজন, মালিবাগে ১৪৪ জন, মাটিকাঠায় পাঁচজন, মাণ্ডায় ৪৮ জন, মানিকনগরে ৪৭ জন, মানিকদীতে একজন, মাতুইয়ালে ১৫ জন, মেরুলে একজন, মেরাদিয়াতে ১১ জন, মিন্টু রোডে পাঁচজন, মীরহাজারীবাগে আটজন, মিরপুরে ৩৬৯ জন, মিরপুর-১ নম্বরে ৮৫ জন, মিরপুর-২ নম্বরে ২১ জন, মিরপুর-৬ নম্বরে ১৬ জন, মিরপুর-৭ নম্বরে ছয়জন, মিরপুর-১০ নম্বরে ২৮ জন, মিরপুর-১১ নম্বরে ৫৫ জন, মিরপুর-১২ নম্বরে ৭৪ জন, মিরপুর-১৩ নম্বরে ১৬ জন, মিরপুর-১৪ নম্বরে ৪৬ জন, মিটফোর্ডে ৪৭ জন, মগবাজারে ২২৭ জন, মণিপুরে ছয়জন, মহাখালীতে ৪০৮ জন, মোহাম্মদপুরে ৩৩৯ জন, মতিঝিলে ৩৮ জন, মৌচাকে তিনজন, মুগদায় ৩৩০ জন।
নবাবপুরে ছয়জন, নাজিরাবাজারে ১০ জন, নন্দীপাড়ায় ১২ জন, নয়াপল্টনে দুজন, নারিন্দায় ৪২ জন, নিউমার্কেটে ১৪ জন, নিকেতনে ১৪ জন, নীলক্ষেতে পাঁচজন, নাখালপাড়ায় ৩৮ জন, নয়াবাজারে ৫৭ জন, নীমতলিতে ১০ জন, নিকুঞ্জে সাতজন, পান্থপথে ৩৬ জন, পল্লবীতে ২৭ জন, পাইকপাড়ায় ১৮ জন, পল্টনে ৫৪ জন, পীরেরবাগে ১০ জন, পোস্তগলায় ১০ জন, পীরেরবাগে চারজন, পুরানা পল্টনে ২৭ জন, রাজারবাগে ২১৫ জন, রামপুরায় ১৪২ জন, রমনায় ৭১ জন, রসুলবাগে চারজন, রায়েরবাগে ১৯ জন, রাজাবাজারে ৩৮ জন, রসুলবাগে আটজন, রূপনগরে সাতজন, রায়েরবাজারে ২৬ জন।
সবুজবাগে ৩২ জন, সদরঘাটে পাঁচজন, শাহাজাহানপুরে ৪৬ জন, শাহাজাহাদপুরে পাঁচজন, শংকরে তিনজন, সায়েদাবাদে ১৬ জন, সেনপাড়ায় দুজন, সেগুনবাগিচায় ৩২ জন, সাইন্সল্যাবে একজন, শাহাজাহানবাগে দুজন, শাহবাগে ৯২ জন, শাখারীবাজারে ৩২ জন, শান্তিবাগে ৩৭ জন, শংকরে একজন, শ্যামপুরে ১৮ জন, শান্তিনগরে ৬৪ জন, শ্যামলীতে ৮৯ জন, শেওড়াপাড়াতে ১৩ জন, শেখেরটেকে পাঁচজন, শহীদনগরে ১০ জন, সোয়ারীঘাটে তিনজন, সিপাহীবাগে চারজন, সিদ্ধেশরীতে ২২ জন, শনির আখড়ায় ২৫ জন, স্বামীবাগে ৫৯ জন, শেরে বাংলানগরে ৮১ জন, সূত্রাপুরে ৫০ জন, টোলারবোগে চারজন, তালতলায় ১০ জন, তাঁতিবাজারে ১৮ জন, টিকাটুলিতে ৩৯ জন, তেজকুনিপাড়ায় ছয়জন, তেজগাঁওতে ২১২ জন, তুরাগে চারজন, তেজতুরিবাজারে পাঁচজন, টোলারবাগে ১৯ জন, উর্দুরোডে একজন, উত্তরায় ৩১৫ জন, ভাটারায় ৩১ জন, ভাষানটেকে পাঁচজন, ওয়ারীতে ১০৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।