• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকায় বোমা হামলার রক্তের দাগ নিয়েই শিয়াদের তাজিয়া মিছিল


প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৪ অক্টোবর ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৬৩ বার

imambara dhaka-www.jatirkhantha.com.bdআসমা খন্দকার:   রাজধানী ঢাকার নাজিম উদ্দিন রোডে বোমা হামলার রক্তের দাগ নিয়েই শিয়াপন্থি মুসলমানরা তাজিয়া মিছিল শুরু করেছে বেলা ১১টায়। শুক্রবার রাতে বোমা হামলায় হোসেনি দালানের ইমামবাড়া এলাকায় এক কিশোর নিহত এবং শতাধিক আহত হয়।  হোসনি দালানের সামনে এখন ছোপ ছোপ রক্ত। রক্তের ধারা শুকিয়ে যাওয়া চিহ্ন এখনও বিদ্যমান সেখানে। তারপরও তাঁরা আজ ত্যাগ ও শোকের মিছিলে শরিক হয়েছেন।
tajia misil-www.jatirkhantha.com.bd
বেলা পৌনে ১১টার দিকে তাজিয়া মিছিল শুরু হয়। হোসনি দালানের ইমামবাড়া থেকে হাজারো মানুষ এই মিছিলে অংশ নিয়েছেন। ব্যানার ও সুদৃশ্য পোশাক পরে হাজারো মানুষের এই তাজিয়া মিছিলটি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

মিছিলে অংশ নেওয়া শিয়াপন্থী মনির হোসেন বলেন, গতকাল রাত পৌনে দুইটার দিকে তাঁরা রাতের মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পাঁচটি বোমা বিস্ফোরিত হয়। এতে ছোট বড় অনেকে আহত হন।

মিছিলে অংশ নেওয়া শিয়াপন্থী আরেকজন বলেন, যদিblad imambara-------------------- আগে থেকেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকত, তাহলে হয়তো এ রকম ঘটনা ঘটত না। এখন মিছিলটি শুরু করলেও তাঁরা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।

পুরান ঢাকার নাজিম উদ্দিন রোড় ঘুরে গদখা গেছে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য রয়েছেন। র‍্যাব, পুলিশ ও আর্মড পুলিশ ছাড়াও রাস্তায় বিজিবির টহলও দেখা গেছে।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় জাতিরকন্ঠকে বলেন, এখন প্রায় দুই হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আশপাশের বিভিন্ন স্থানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।