ঢাকায় নিজামীর ফাঁসি কার্যকরের প্রক্রিয়ায় সাঁথিয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশ
সাইফুল বারী মাসুম সরেজমিনে ঘুসে এসে : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় সোমবার হয়েছে। এর পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে পাবনার সাঁথিয়ায়। নিজামীর বাড়ি সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে।
সোমবার বিকেলের পর থেকে সাধারণ মানুষের মধ্যে নিজামীর ফাঁসি কার্যকরের সম্ভাবনা নিয়ে কানাঘুষা ও চাপা আতঙ্ক বিরাজ করছে। জামায়াত অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত সাঁথিয়া উপজেলার স্থানীয় মুক্তিযোদ্ধারা নিজামীর ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানালেও ফাঁসি কার্যকর পরবর্তী পরিস্থিতি কী হবে তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। এদিকে ঢাকায় নিজামীর ফাঁসি কার্যকরের প্রক্রিয়া নিয়ে সাঁথিয়া উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ করছে পুলিশ প্রশাসন।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জাতিরকন্ঠকে জানান, নিজামীর ফাঁসি কার্যকর করা নিয়ে যেকোনো নাশকতা ঠেকাতে সাঁথিয়া উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে নিজামীর গ্রামের বাড়ি মনমথপুর গ্রামে পুলিশের টহল জোরদার করা রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সাঁথিয়ার মুক্তিযোদ্ধাসহ সব মানুষ কলঙ্কমুক্ত হবে-
সাঁথিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল লতিফ জানান, আমাদের সবার চাওয়া নিজামীর ফাঁসি কার্যকর হোক। এতে আমরা সাঁথিয়ার মুক্তিযোদ্ধাসহ সব মানুষ কলঙ্কমুক্ত হব। রায় ঘিরে আমরাও সতর্ক আছি।