• বুধবার , ২০ নভেম্বর ২০২৪

ঢাকার পর নিউজিল্যান্ড কাঁপাবে আমির


প্রকাশিত: ২:৫৩ পিএম, ৭ জানুয়ারী ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪২ বার

amir-www.jatirkhantha.com.bdদ্য ডন অবলম্বনে আসমা খন্দকার:  আসস্পট ফিক্সিংয়ের কারণে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই; ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে পারফরম করে নির্বাচকদেরও মন জয় করেছেন। সাবেক ও জ্যেষ্ঠ ক্রিকেটার আপত্তি এবং আনুষঙ্গিক সব বাধা বিপত্তি কাটিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ আমির।

শেষ মুহূর্তে যেই বাধার আশঙ্কা করা হচ্ছিল সেটিও জয় করেছেন পাকিস্তানি পেসার। নিউজিল্যান্ড সফরের জন্য ভিসা পেয়েছেন আমির। বৃহস্পতিবার ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের ভিসা পাওয়ার বিষয়টি নিম্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত ১ জানুয়ারি (শুক্রবার) নিউজিল্যান্ড সফরে পিসিবি ঘোষিত টি-২০ ও ওয়ানডে দলে ডাক পান আমির। তবে আমিরের নিউজিল্যান্ডে যাওয়া নির্ভর করছিল ভিসা পাওয়ার ওপর। আমিরের স্পট ফিক্সিংয়ে জড়িত হওয়ার বিষয়টি ‘ক্রিমিনাল অফেন্স’ হিসেবে বিবেচিত। সে জন্য নিউজিল্যান্ডের দূতাবাস তাকে ভিসা দেবে কি-না তা নিয়ে অনিশ্চিয়তা ছিল। ভিসা পাওয়ায় আমিরের খেলার বিষয়ে এখন আর কোনো বাধা রইল না।

এরআগে ২৬ সদস্যের অনুশীলন ক্যাম্পে আমিরের অন্তর্ভূক্তি নিয়ে ভালই বিপাকে পড়ে পিসিবি। স্পট ফিক্সিংয়ে জড়িত অপরাধীর সঙ্গে অনুশীলন করেতই অস্বীকৃতি জানান পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলী ও অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এ নিয়ে গত ২৪ ডিসেম্বরের অনুশীলনও বর্জন করেন তারা। আমির ইস্যুতে অধিনয়কত্ব থেকেও পদত্যাগ করেছিলেন আজহার।

পরে অবশ্য পিসিবি প্রধান শাহরিয়ার খানের শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের হুমকিতে অনুশীলনে আসেন আজহার ও হাফিজ।
ফিক্সিং কেলেঙ্কারিতে বিতর্কিত আমিরের জাতীয় দলে অন্তর্ভূক্তি নিয়ে দুধরনের মতই রয়েছে পাকিস্তানে। জাতীয় দলে আমিরের সতীর্থসহ সাবেক ও বর্তমান কয়েকজন ক্রিকেটার তার সঙ্গে খেলার এবং জাতীয় দলে তার অন্তর্ভূক্তির বিরোধীতা করছেন।

তবে পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিসসহ বেশ কয়েকজন সাবেকের সমর্থনও পাচ্ছেন বাহাতি এ পেসার। আমিরের ভবিষ্যত বিষয়ে ডিসেম্বরের শুরুর দিকে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে ওয়াকারের। এতে আমিরকে দ্বিতীয় একটি সুযোগ দেওয়ার পক্ষে মত দেন ওয়াকার।