• রোববার , ২২ ডিসেম্বর ২০২৪

ঢাকায় নাশকতা ২০০ মামলায় গ্রেপ্তার ২০০০


প্রকাশিত: ৬:২১ পিএম, ২৫ জুলাই ২৪ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯১ বার

 

স্টাফ রিপোর্টার : কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানীতে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২০০ মামলা দায়ের করা হয়েছে। নাশকতা-সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে এসব মামলায় এ পর্যন্ত ২ হাজার ১০০ এর বেশি গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কেএন রায় নিয়তি দৈনিক সত্যকথা প্রতিদিন কে এসব তথ্য জানান।

তিনি জানান, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। এর আগে গত সোমবার নাশকতাকারীদের ধরিয়ে দিতে ডিএমপি একটি হটলাইন চালু করে। হটলাইন নম্বর ০১৩২০২০২০২০। এই নম্বরে ফোন দিয়ে নাশকতাকারীদের বিষয়ে তথ্য দেয়ার জন্য অনুরোধ করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখবে পুলিশ বলেও জানান তিনি।