• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

ঢাকাবাসীর তথ্য এখন পুলিশের সফটওয়্যারে


প্রকাশিত: ৬:১১ পিএম, ১ সেপ্টেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৬৮ বার

স্টাফ রিপোর্টার  :  রাজধানী ঢাকার বাসিন্দাদের তথ্য সংরক্ষণের জন্য সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম dmp databaje-www.jatirkhantha.com.bd(সিআইএমএস) নামে একটি সফটওয়্যার চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সিআইএমএস সফটওয়্যারের মাধ্যমে ঢাকার বাড়িমালিক ও ভাড়াটিয়াদের ব্যক্তি পরিচিতিমূলক ডাটাবেজ (তথ্য সম্ভার) গড়ে তোলা হবে। যার মাধ্যমে ভাড়াটিয়াদের গতিবিধি পর্যবেক্ষণ করবে পুলিশ।

বৃহস্পতিবার রাজধানীর রমনা মডেল থানায় সিআইএমএস সফটওয়্যার উদ্বোধন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।ডিএমপি কমিশনার জানান, ইতোমধ্যে ১৮ লাখ তথ্য ফরমের মাধ্যমে ঢাকা মহানগরীর ১ কোটি বাসিন্দার তথ্য সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে এ সব তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা হবে।

তিনি জানান, প্রত্যেক ভাড়াটিয়ার জন্য পৃথক নিবন্ধন নম্বর দেয়া হবে। কোনও ভাড়াটিয়া স্থান পরিবর্তন করলে তার তথ্য ওই নম্বরে নিয়মিত হালনাগাদ করা হবে।নতুন ডাটাবেজের ব্যবহার সম্পর্কে আছাদুজ্জামান বলেন, ডাটাবেজে ডিএমপি হেডকোয়ার্টার ও সংশ্লিষ্ট থানার শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রবেশের অনুমতি থাকবে।

ডাটাবেজের বহুবিধ ব্যবহার সম্পর্কে তিনি বলেন, কোনও অপরাধী অপরাধ করে আর পার পাবে না। অপরাধী শনাক্ত, অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে এটা খুবই কার্যকর হবে। ডাটাবেজের সুফল বাস্তবায়িত হলে নিরাপদ ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সিআইএমএসের ফলে যে কোনও অপরাধ সংগঠিত হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে, কোনও নাগরিক সহায়তা চাইলে পুলিশ দ্রুত তার কাছে পৌঁছতে পারবে। দ্রুততম সময়ে পুলিশ নাগরিকের নিরাপত্তা বিধান ও অপরাধী শনাক্তে অনেক কার্যকর হবে।

ঢাকাবাসীর তথ্য সংগ্রহের ব্যাপারে আছাদুজ্জামান বলেন, প্রথমে নাগরিকরা তথ্য চুরি হয়ে যায় কিনা সে নিয়ে সন্দেহ পকাশ করেছিলেন। কিন্তু আমরা বার বার বলে আসছি এ তথ্য সরকারী অন্য কোনও বিভাগকেও দেয়া হবে না। তাই এখনো যারা তথ্য ফরম জমা দেননি অনুগ্রহ করে সংশ্লিষ্ট থানায় জমা দিন।

বাড়ির মালিকদের তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্য না দিলে ভাড়া দিবেন না। ইতোমধ্যে অনেক অপরাধ সংগঠিত হলে তথ্য না রাখায় বাড়ির মালিকরা অযথা আইনের জালে আটকে গেছেন। অহেতুক ঝামেলা এড়াতে ডকুমেন্ট সংগ্রহ করে বাসা ভাড়া দিন এবং সেই তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দিন।

থানায় গিয়ে এখনো অনেকে হয়রানির শিকার হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনও অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। জনগণ যেন সেবা পেতে গিয়ে হয়রানির শিকার না হন সে বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট।