• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

ড্রাকুলা মা খুন করলো নিষ্পাপ শিশুদের


প্রকাশিত: ৩:৩১ পিএম, ১৩ আগস্ট ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬৫ বার

 

বিশেষ প্রতিনিধি : ড্রাকুলা মা খুন করলো নিষ্পাাপ শিশুদের। আর এ ঘটনায় পাকরাও হলো মা। রাজধানীর সবুজবাগে 2 child-www.jatirkhantha.com.bdভাইবোনের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় তাদের মা তানজিন রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর ৪টার দিকে সুবজবাগে তানজিনের এক আত্মীয়ের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে উত্তর বাসাবোর ১৫৭/২ নম্বর বাড়ির ছয় তলার চিলেকোঠা থেকে মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬) দুই ভাইবোনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

তাদের বাবা মাহবুবুর রহমান ঢাকা ওয়াসার কম্পিউটার অপারেটর। ঘটনার সময় তিনি এশার নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে বাহির থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পান। দরজা খুলে তার দুই সন্তানের গলাকাটা লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। ওই সময় শিশু দুইটির মা পলাতক ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, সাত বছর আগে মাহবুবুর ও তানজিনের মধ্যে বিয়ে হয়। তানজিন মানসিক ভারসাম্যহীন- সেটি বিয়ের পর জানা যায়। পুলিশ ধারণা করছে, মানসিক ভারসাম্যহীনতার কারণেই শিশুটির মা তাদেরকে হত্যা করতে পারে। তবে বিষয়টি তদন্তনাধীন আছে।

সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, আজ ভোরে শিশু দুটির মাকে গ্রেফতার করা হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রী এলাকায় হত্যার শিকার হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইস্কাটন শাখার সপ্তম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান অরণী (১৪) এবং তার ছোট ভাই হলি (ইন্টারন্যাশনাল) ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র আলভী আমান (৬)।