• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ডিনারে গিয়ে কার সঙ্গে রাত কাটালেন সোনাক্ষী!


প্রকাশিত: ৩:৩৭ এএম, ২৪ জুলাই ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৩১ বার

ডেস্ক রিপোর্টার :  সংবাদ শিরোনামে সোনাক্ষী সিন‌্হা। কারণটা অবশ্য তাঁর আগামী ছবি ‘আকিরা’ নয়। 111সম্প্রতি মুম্বইয়ের একটি জনপ্রিয় ওয়েবসাইটে প্রকাশিত খবরকে কেন্দ্রকরে বেশ হইচই পড়ে যায় বি-টাউনে। কারণ, খবরে বলা হয়েছে সোনাক্ষী নাকি কারও সঙ্গে রাত কাটিয়েছেন! তবে যাঁর সঙ্গে তাঁর রাত কাটানোর খবরে জোর জল্পনাশুরু হয়েছে তিনি আর কেউ নন, সোনাক্ষীর বয়ফ্রেন্ড বান্টি সচদেব।

সম্প্রতি এক ফ্রেমে ধরা পড়ে সোনাক্ষী ও বান্টির পরিবার। আর তার পর থেকেই বি-টাউনে গুঞ্জন শুরু সোনাক্ষা-বান্টিকে নিয়ে। তবে সম্পর্ক নিয়ে কোনও দিন মুখ খোলেননি শত্রুঘ্ন-তনয়া।

তবে তাঁদের দু’জনের রাত কাটানো নিয়ে যে খবর রটেছে, তাতে বেজায় চটেছেন বলিউডের ‘দাবাং গার্ল’। নিজের টুইটার হ্যান্ডলে ওই ওয়েবসাইটের নাম উল্লেখ করে লেখেন, “ওদের প্রকাশিত বেশিরভাগ খবরই দেখছি ভুল।

এই যেমন আমার খবরটাই দেখুন, রেস্তোরাঁতে আমরা ডিনার করতে গিয়েছিলাম আর ওদের খবরে সেটা পাল্টে গিয়ে ‘স্লিপ ওভার’হয়ে গেল! এর পর ওরা আর কী প্রকাশ করবে তা জানার অপেক্ষায় রইলাম। আমরাও অপেক্ষায় রইলাম খবরের পেছনের আসল সত্যিটা জানার জন্য।