• শুক্রবার , ১০ জানুয়ারী ২০২৫

‘ডিজিটাল বাংলাদেশের ‘তেইশ’ মেরে ‘চব্বিশ’ করে দিচ্ছেন বিমানমন্ত্রী’


প্রকাশিত: ৩:১১ পিএম, ১৩ আগস্ট ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৪ বার

বাংলাদেশের ব্মিানবন্দরের বেহাল দশা সম্পর্কে বিশিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব মোন্তফা সারোয়ার ফারুকী এবার 222faruki-www.jatirkhantha.com.bdস্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে। তিনির বিমান মন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেছেন, আপনার বিমানবন্দর ‘টাল’ হইছে ডিজিটাল হয় নাই।
তার স্ট্যাটাসটি জাতিরকন্ঠের পাঠকদের জন্য এখানে তুলে ধরা হলো।

মোস্তফা সরয়ার ফারুকী : শ্রদ্ধেয় বিমানমন্ত্রী, সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের ‘তেইশ’ মেরে ‘চব্বিশ’ করে দেয়ার জন্য আপনার অধীনস্থ এক বিমানবন্দরই যথেষ্ট। বিমানবন্দর একটি দেশের চেহারা স্বরূপ।

এই স্থানকে লুথা রেখে আপনি সারা দুনিয়ার মানুষের সামনে নিজেকে ডিজিটাল হিসাবে খাড়া করাতে পারবেন না।
সাড়ে আটটায় ল্যান্ড করা যাত্রী যখন সাড়ে দশটায়ও লাগেজ পায় না, তখন বুঝতে হবে আপনার বিমানবন্দর ‘টাল’ হইয়াছে বটে, ডিজিটাল নহে।

আপনি ঐসব বললে হবে না- ‘আরে ইউনিয়নের জ্বালায় কিছু করতে পারি না।’ আপনারা পরাক্রমশালী বিরোধী দলকে ‘তেরে মেরে ডান্ডা’ করে দিতে পারেন ঠান্ডা, আর সামান্য ইউনিয়নকে সোজা করতে পারেন না?

কিন্তু আজ আমি কেবল বকা বাদ্য করতে আসিনি, আজ আমি এসেছি কাজের কথা বলতে, আমি এসেছি বিমান মন্ত্রী হিসাবে নিজের প্রার্থীতা প্রস্তাব করতে। আপনি না পারলে দায়িত্বটা আমার কাছে ছাড়েন । আমি এক বছর নিজের কাজ থেকে ছুটি নিয়া আপনার এয়ারপোর্ট ঠিক করে দিচ্ছি ।