• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

ডি’কক এর প্রেমে হাবুডুবু ইনিংস


প্রকাশিত: ৩:০৭ এএম, ২১ ডিসেম্বর ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০০ বার

222স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ খেলতে খেলতে এক চিয়ার লিডারকেই মন দিয়ে বসলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ক্রিকেটার কুইন্টন ডি’কক।কীভাবে প্রেমে পড়লেন ডি’কক? প্রেমের কিস্সা শোনা গেল স্বয়ং এই ক্রিকেটারের মুখেই। প্রেমের সূচনা ২০১২-র টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগকে ঘিরে।

তখন মাঠে খেলা চলছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং হাইভেল্ডের সঙ্গে। উত্তেজনা তখন তুঙ্গে কে জিতবে ম্যাচ। গ্যালারির কানায় কানায় দর্শক ঠাসা। যেই না চার-ছয় হাঁকাচ্ছে ব্যাটসম্যানরা অমনি নেচে উঠছেন চিয়ারলিডাররা। এ রকম অবস্থায় মাঠে হাইভেল্ডের হয়ে ব্যাটিং করছিলেন ডি’কক। ম্যাচ জিততেই হবে। বাউন্ডারি ও ওভারবাউন্ডারি হাঁকিয়ে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন কক। সেই সঙ্গে ম্যাচও জেতে হাইভেল্ড। পুরো দর্শকের মধ্যে একজনই সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন ডি’ককের।

তিনি আর কেউ নন, চিয়ারলিডার সাশা হার্লে। ম্যাচ শেষে দৌড়ে চলে আসেন ককের কাছে। তাকে অভিনন্দনও জানান সাশা।
১৭ ডিসেম্বর নিজের ২৩তম জন্মদিনে প্রেমের কাহিনির কথা খোলসা করেন এই তরুণ ক্রিকেটার। কক বলেন, ‘মাঠে সাশাকে দেখে আর চোখ ফেরাতে পারছিলাম না। কেমন যেন মোহিত হয়ে গিয়েছিলাম ওর সৌন্দর্য দেখে! পরে ফেইসবুকে ওর অভিনন্দনের জবাব দিই। এখান থেকেই প্রেমের রাস্তা ধরে হাঁটা।