• রোববার , ২২ ডিসেম্বর ২০২৪

ডান চোখের অপারেশন শেষে দেশে ফিরবেন খালেদা জিয়া


প্রকাশিত: ১:৪১ পিএম, ৩ অক্টোবর ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০৩ বার

khalada jia-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক লন্ডন:    চিকিৎসকদের পরামর্শে তাকে আরও কয়েক দিন লন্ডনে থাকতে হচ্ছে খালেদা জিয়াকে।লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাঁ চোখে অপারেশন সম্পন্ন হয়েছে। তার ডান চোখেও অপারেশন করাতে হবে। এ সপ্তাহেই তা করা হতে পারে। চিকিৎসা শেষে ৮ অক্টোবর খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।বিএনপি সূত্র জানায়, স্থানীয় সময় গত বুধবার খালেদা জিয়ার চোখে অপারেশন করা হয়। ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জোবায়দা রহমান খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করছেন।
গত বৃহস্পতিবারই খালেদা জিয়ার দেশে ফেরার প্রাথমিক তারিখ নির্ধারিত ছিল। তবে চিকিৎসকদের পরামর্শে তাকে আরও কয়েক দিন লন্ডনে থাকতে হচ্ছে।
উন্নত চিকিৎসার জন্য গত ১৫ সেপ্টেম্বর রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যে যান বিএনপি চেয়ারপারসন। এই সফরে খালেদা জিয়া চিকিৎসা ছাড়াও ছেলে তারেক রহমানের সঙ্গে পরামর্শ করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন বলেও ধারণা করা হচ্ছে।