• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

ডাক্তার না কসাই-ছানি অপারেশনের নামে চোখের মনি কেড়ে নিল ডাক্তার?


প্রকাশিত: ৩:১৭ পিএম, ১ মার্চ ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯২ বার

dr-kasai-www.jatirkhantha.com.bd

বিশেষ প্রতিনিধি  :  সরকারি কর্মচারী হাসপাতালে ছানি অপারেশনে দৃষ্টি হারালো চার ব্যক্তি । সূত্র জানায়, চোখের ছানি অপারেশনের জন্য ওরা ভর্তি হয়েছিলেন হাসপাতালে। অপারেশনের পর ছানি তো দূর হলই না, উল্টো চিরতরে হারালেন চোখের আলো। একই দিনে, একই হাসপাতালে, একই চিকিৎসকের অধীনে পরপর চার রোগীর ক্ষেত্রে ঘটেছে এরকম ঘটনা। রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালে এ ঘটনার পর ভুক্তভোগীদের উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে।

সংশ্লিষ্ট চিকিৎসক অস্ত্রোপচারে গাফিলতির অভিযোগ অস্বীকার করলেও ঘটনাটিকে অস্বাভাবিক উল্লেখ করে তা তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিরাজুল হক নামের এক ব্যক্তি চোখের ঝাপসা দৃষ্টি নিয়ে ১৪ই ফেব্রুয়ারি ভর্তি হন রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে। একদিন পর হয় তার চোখের ছানি অপারেশন। পরে ব্যান্ডেজ খোলার পর দেখা যায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে তার চোখের মনি।

একইদিনে ঐ হাসপাতালেই সিরাজুল হকের মতো ভাগ্য বরণ করতে হয়েছে আরো তিনজনকে। সামান্য চোখের ছানি অপারেশন করতে গিয়ে এখন চোখ হারিয়ে ফেলার মতো ভাগ্য বিড়ম্বনায় পড়েছেন সকলেই। শুধু কি তাই, চিকিৎসা নিতে গিয়ে হয়রানি, বাজে ব্যবহার এমনকি অপারেশনের সময় চড়-থাপ্পড়ের শিকার হয়েছেন বলেও অভিযোগ কোন কোন রোগীর।

চোখের দৃষ্টি হারানো চার রোগীই এখন চিকিৎসাধীন আছেন চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে। সেখানকার পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা জানিয়েছেন, ইনফেকশনের কারণে এ ঘটনা ঘটতে পারে।
এদিকে, জানতে চাইলে সরকারি কর্মচারী হাসপাতালের অভিযুক্ত চিকিৎসক গাফিলতির অভিযোগ অস্বীকার করে সাফাই গাইলেন নিজের পক্ষে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ঘটনার ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তদন্তে গাফিলতির প্রমাণ আসলে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।