• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৭


প্রকাশিত: ১:০৪ পিএম, ২৬ জানুয়ারী ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৫ বার

 

Dakat ganopitoni  norsindiনরসিংদী. জেলা প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার ভাটপাড়া এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে সাতজন নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটা থেকে চারটার মধ্যে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি  জানান, রোববার রাত ৩টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।তাঁর দেওয়া তথ্যমতে, সাতজনের লাশ বিভিন্ন স্থানে পড়ে ছিল। পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে এছাড়া গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।হতাহতদের পরিচয়ও জানা যায়নি।