• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

ডাকাতির প্রস্তুতিকালে ১১ ভুয়া ডিবি পাকরাও


প্রকাশিত: ১:৫৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬২ বার

11স্টাফ রিপোর্টার :  রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে ১১ ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) গ্রেফতার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিম শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা হলেন— ইউসুফ কাজী, আলাউদ্দিন আলী, আকাশ রহমান মিন্টু, আফসার আলী, ফারুক হোসেন, আব্দুল মালেক মিয়া, মাসুদ পারভেজ, শাহীন কাজী, লিটন শেখ, মাসুম গাজী ও আসলাম শেখ।

ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, শনিবার রাতে রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে ডাকাতি করতো। শনিবার রাতেও তারা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল।

তিনি জানান, গ্রেফতার ১১ জনের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, তিনটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় পাইপ গান, একটি ওয়াকিটকি, পাঁচটি ডিবি পুলিশের জ্যাকেট, পাঁচটি হাতকড়া, একটি ব্যাগ ও তাদের ব্যবহৃত তিনটি গাড়ি উদ্ধার করা হয়েছে।এছাড়া অভিযান চলাকালে এই ডাকাতদলের আরও সাত সদস্য পালিয়ে যায় বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।