‘ডাকসু নির্বাচন মার্চের মধ্যে-‘
ঢাবি প্রতিনিধি : ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে ডাকসু নির্বাচন ও চলতি বছরের অক্টোবরে ভোটার তালিকা প্রণয়ন করা হবে বলে। রোববার ডাকসু নির্বাচন নিয়ে পরিবেশ পরিষদের সভা শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি আরও জানান, ‘আমাদের প্রাধ্যক্ষরা ভোটার তালিকা প্রণয়ণে কাজ করছেন। অক্টোবরের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রণয়ন করবো। কঠিন কাজ। এটি করতে পারলে আমরা অনেক এগিয়ে যাবো।’ঢাবি উপাচার্য জানান, আজ ডাকসু নির্বাচন কবে হতে পারে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সহবস্থানসহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাদের দেয়া বক্তব্য আমরা পর্যালোচনা করবো। এটা প্রথম সভা হলেও এ ধরনের বৈঠক হয়তো আরও করা লাগতে পারে।
আর দলের নেতা-কর্মীদের সহবাস্থানের জন্য যা যা করা দরকার প্রাধ্যক্ষরা তা করবেন। সবাই অভিজ্ঞ, সবাই যা করা দরকার তা করবেন। হলে সহাবস্থান ও মধুর ক্যান্টিনে রাজনৈতিক চর্চা সবার জন্য উন্মুক্ত। আমাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোও তাদের রাজনৈতিক কর্মকা- চালনার জন্য উন্মুক্ত।