• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

‘ডাইনী’ প্রেমিকার কামড়ে-


প্রকাশিত: ২:৩০ এএম, ১ সেপ্টেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

ডেস্ক রিপোর্টার  :  ‘ডাইনী’ প্রেমিকার কামড়ে- প্রাণ হারালেন যুবক! বান্ধবীর বয়স তার চেয়েও বেশি। তাদের মাঝে ছিল 1অসম প্রেম। আদর করে কামড় দিয়েছিলেন ২৪ বছরের বান্ধবী। তবে সেই কামড়েই প্রাণ গেল ১৯ বছরের এক যুবকের। এমনই ঘটনা ঘটেছে মেক্সিকোতে।

ব্রিটেনের সংবাদপত্র মিররের খবরে বলা হয়েছে, বান্ধবীর সঙ্গে রাতের খাবার শেষ করেন ম্যাকিয়াস গোনজালেজ নামের ওই যুবক।খাবারের টেবিলে পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। খাবার শেষে আদর করে ম্যাকিয়াসকে কামড় দেন বান্ধবী। পরে টেবিলেই খিঁচুনি শুরু হয় ওই যুবকের। কিছুক্ষণ পরেই মারা যান তিনি।

চিকিৎসকরা জানান, বান্ধবীর কামড়ে ম্যাকিয়াসের গলায় রক্ত জমাট বেঁধে যায়। আর জমাট রক্ত ব্রেনে যাওয়ার সঙ্গে সঙ্গেই হার্ট অ্যাটাক হয়। তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ম্যাকিয়াস।মৃত্যুর জন্য ম্যাকিয়াসের পরিবার ওই মেয়েকে দায়ী করেন। তবে ঘটনার পরই মেয়েটি পালিয়ে গেছে।