• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

ডলিকে খুঁজছে পুলিশ-কলাবাগানে নিহত গৃহকর্মীর পরিচয় এখনো মেলেনি


প্রকাশিত: ২:৪৩ এএম, ২৮ আগস্ট ২৩ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩০ বার

স্টাফ রিপোর্টার : রাজধানীর কলাবাগানের সেন্ট্রাল রোডে একটি বাসা থেকে নির্যাতনে অজ্ঞাতনামা গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করছে। রোববার রাতে কলাবাগান থানায় মামলাটি দায়ের করা হয়। কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিশের পক্ষ থেকে নিহত গৃহকর্মীর পরিচয় শনাক্তের সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

কিন্তু রোববার (২৭ আগস্ট) রাত পর্যন্ত তার পরিচয় শনাক্ত না হওয়ায় পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, মামলার বাদী কলাবাগান থানার এসআই বাবুল হোসেন। আসামি করা হয়েছে গৃহকর্ত্রী সাথী আক্তার পারভীনকে (ডলি)। তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তার অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাতেই একটা সুখবর আসতে পারে।

জানা গেছে, কলাবাগানের সেন্ট্রাল রোডের ৭৭ নং ভবনের দ্বিতীয় তলায় ফ্ল্যাট ই-১ এ সাথী আক্তার পারভীন তার শিশু সন্তান আর ওই গৃহকর্মী নিয়ে বসবাস করতেন। গত তিন বছর ধরে নিহত গৃহকর্মী ওই বাসায় কাজ করছিল।ওই বাসায় প্রায়ই শিশু গৃহকর্মীকে (১০) নির্যাতন করা হতো বলে ধারণা পুলিশের। গত শুক্রবার (২৫ আগস্ট) সকালেও ওই শিশু গৃহকর্মীকে নির্যাতন করা হয়। শিশুটি মারা যাওয়ার পর রান্নার সব কিছু আর মোবাইলফোন রেখে পালিয়ে যান সাথী।

খবর পেয়ে শনিবার সকালে ওই বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।মরদেহ উদ্ধারের পর সুরতহালে পুলিশ দেখতে পায়, নিহতের শরীরে অনেক নতুন ও পুরাতন আঘাতের চিহ্ন রয়েছে। মুখে ফেনা, শরীর ফোলা। ওসি বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি অভিযুক্ত সাথী আক্তার পারভীন দুই বিয়ে করেছেন। প্রথম স্বামীর নাম মামুন। তিনি পেশায় গাড়ি চালক। তার ঘরে কন্যা সন্তান রয়েছে।

তার সঙ্গে বিচ্ছেদের পর একজন চিকিৎসকের সঙ্গে বিয়ে হয় তার। তার সঙ্গেও ডিভোর্স হয় ২০২০ সালে। ওই স্বামীর পরিচয়েই তিনি ফ্ল্যাটটিতে ২০১৬ সাল থেকে থাকেন। ডিভোর্সের পর সাথীর স্বামী ঢাকা থেকে চলে যান এবং তিনি এখন যশোরে থাকেন। সাথীর চিকিৎসক স্বামীর সঙ্গে আমরা যোগাযোগ করে জানতে পারি, ডিভোর্স হওয়ার পর থেকে তিনি আর এ বাসায় আসেন না। তার সঙ্গে ডিভোর্স হওয়ার পর ওই গৃহকর্মীকে বাসায় এনেছিলেন সাথী।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৯টা ৪ মিনিটে নিজের শিশু সন্তানকে নিয়ে হেঁটে বেরিয়ে যান সাথী আক্তার। এর ৫ মিনিট পর ৯টা ৯ মিনিটে আবারও ফিরে আসেন। পরবর্তীতে ৮ মিনিট পরে আবার বেরিয়ে যাওয়ার পর তিনি আর ওই বাসায় আসেননি।