• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ঠিক রাত দশটায় আপনাকে ফোনে গল্প শোনাবেন সানি!


প্রকাশিত: ৩:১০ পিএম, ২৪ এপ্রিল ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮৭ বার

 

মীরা নায়ার : গল্প শুনতে ভালবাসেন? আর সে গল্প যদি শোনান সানি লিওন, কেমন হয় বলুন sany-www.jatirkhantha.com.bdতো?ঠিক এই সুযোগই আপনি পেতে পারেন প্রতিদিন রাত দশটায়। ফোনে আপনাকে গল্প শোনাবেন খোদ সানি।

কিন্তু কী ভাবে?

সানি এ বার অভিনয়ের পাশাপাশি বইও লিখছেন। ‘জুগারনট’ নামের একটি অ্যাপে ডিজিটালি সেই বই প্রকাশ পেয়েছে। যার নাম রাখা হয়েছে ‘সুইট ড্রিমস।’ এই অ্যাপ ডাউনলোড করলেই প্রতি রাতে শুনতে পাবেন সানির গল্প।

সানির কথায়, ‘‘আইডিয়াটা আমার খুব ভাল লেগেছে। এ ভাবে খুব সহজে দর্শকদের কাছে পৌঁছনো যাবে। আশা করছি একটা ভাল অভিজ্ঞতা হবে।’’

কী ধরনের গল্প লিখছেন সানি?
নায়িকা জানিয়েছেন, পুরুষ, মহিলা সকলের মানসিকতা থেকে বিষয় ভেবে গল্প লিখছেন তিনি। মানুষের অনুভূতি, আশা— এ সব কিছু নিয়েই গল্পের জাল বুনেছেন তিনি।