• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

ট্রেড লাইসেন্সের ওপর ভ্যাট নেওয়া স্থগিত করল হাইকোর্ট


প্রকাশিত: ১১:৩২ পিএম, ৭ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৬ বার

স্টাফ রিপোর্টার : সকল প্রকার ট্রেড লাইসেন্স, আমদানি- রফতানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু ও 22নবায়নের ক্ষেত্রে নেওয়া ভ্যাট এবং সারচার্য তিন মাসের জন্য স্থগিত করল হাইকোর্ট। একইসঙ্গে এ ক্ষেত্রে ভ্যাট ও সারচার্য নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে সরকারকে তিন সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য আদেশ দিয়েছে আদালত।

এক রিটের প্রেক্ষিতে ৫ মে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হুসেইন ও একেএম শহীদুল হক এ আদেশ দেন।

সকল প্রকার ট্রেড লাইসেন্স, আমদানি- রফতানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে নেওয়া ভ্যাট এবং সারচার্য সংবিধান পরিপন্থী দাবি করে তা অবৈধ ঘোষণা করতে এক রিট পিটিশন দায়ের করেন পুরান ঢাকার ব্যবসায়ী হারুনুর রশিদ। এ রিটের বিপরীতে এ আদেশ দেয় আদালত।

এ রিটের প্রেক্ষিতে সকল প্রকার ট্রেড লাইসেন্স, আমদানি-রফতানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সমূহ ইস্যু ও নবায়নের সময় নেওয়া ভ্যাট ও সারচার্য তিন মাসের জন্য স্থগিত করে আদালত। একইসঙ্গে তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে সরকারকে তিন সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

কারণ দর্শানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর), অর্থ মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ ও উত্তর এবং গাজীপুর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আমদানি-রফতানি কারক কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মেয়রদের বলা হয়েছে।