• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

ট্রাম্পের প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র ধ্বংস হবে: ওবামা


প্রকাশিত: ৬:৩২ পিএম, ৭ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০২ বার

আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার  :   মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সব 22দাবি ও প্রতিশ্রুতি পরীক্ষা করে দেখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

মার্কিন গণমাধ্যম ও দেশটির নাগরিকদের প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতি ও দাবি শুনে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।ওবামা বলেন, প্রেসিডেন্টের পদ কোনো হালকা কাজ নয়, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। এমন একটি দায়িত্ব যিনি নেবেন তার মুখ থেকে যেসব প্রতিশ্রুতি শোনা যায় তা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে।

বারাক ওবামা বলেন, এ প্রতিযোগিতা কোনো রিয়েলিটি শো নয়, এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা। কাকে মনোনীত করছেন তা কিন্তু অবশ্যই ভাববার বিষয়। ট্রাম্প আন্তর্জাতিক বিষয়ে যেসব মন্তব্য করেছেন তা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

অনেক দেশের সঙ্গে হয়তো যুদ্ধ বেধে যাবে আবার কোনো কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ভেঙে যাবে। যা যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য মোটেও ভাল হবে না।