• রোববার , ৫ জানুয়ারী ২০২৫

ট্রাইব্যুনালের বিচারপতি আনোয়ারুল হক আর নেই


প্রকাশিত: ৭:১৭ পিএম, ১৩ জুলাই ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৬৫ বার

স্টাফ রিপোর্টার  :  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ttইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ । বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল ইসলাম ঝিনুক এ তথ্য নিশ্চিত করেন। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর বিচারপতি আনোয়ারুল হককে চেয়ারম্যান হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দেয়া হয়। ওইদিন ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন করে এবং ট্রাইব্যুনাল- ২ নিষ্ক্রিয় করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।