ট্রফি’র নেশায় আইপিএলের ৮ অধিনায়কের ঘুম হারাম
এস রহমান : আইপিএলের ৮ অধিনায়ক কে জিতবে ট্রফি? ট্রফি’র নেশায় আইপিএলের ৮ অধিনায়কের ঘুম হারাম-রাত পোহালেই কাল থেকে শুরু টি-২০ ক্রিকেটের সব থেকে দামী ইভেন্ট আইপিএল-এর নবম সংস্করণ।
মহারাষ্ট্রে জল বিতর্কে সে রাজ্যে আইপিএল কিছুটা ব্যাকফুটে হলেও দেশের সর্বত্র কিন্তু এই ইভেন্ট নিয়ে উত্সাহের কমতি নেই। এ বারের আইপিএল খেলছে আটটি দল। আট দলের অধিনায়কই বেশ হেভিওয়েট।
গৌতম গম্ভীর-
২০০৯ সাল থেকে কলকাতা নাইট রাইডার্স-এর অধিনায়ক গৌতম গম্ভীর।তাঁর নেতৃত্বে দু-দু’টো আইপিএল ট্রফি পকেটে পুড়েছেন নাইটরা।এ বারেও কলকাতা গৌতম গম্ভীরের নেতৃত্বে আর একটি ট্রফির আশায় বুক বাঁধছে কলকাতা।
ডেভিড ওয়ার্নার-
সানরাইজ হায়দরাবাদের নেতৃত্বে ডেভিড ওয়ার্নার।
গত বছর থেকেই এই দায়িত্ব সামলাচ্ছেন বাঁহাতি অজি ব্যাটসম্যান।
বিরাট কোহলি-
রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্বে আছেন এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের আই ক্যান্ডি বয় বিরাট কোহলি।
তিনি ছাড়াও বেঙ্গালুরুর এই দলে আছেন ক্রিস গেইল, এ বি ডেভিলিয়ার্স।
এর পরেও বেঙ্গালুরুর সম্ভাবনা নিয়ে বোধহয় কোনও সংশয় থাকে না।
রোহিত শর্মা-
টি-২০ বিশ্বকাপটা খুব একটা ভাল কাটেনি রোহিত শর্মার।
যদিও তাঁর নেতৃত্বেই দু’টো আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ানস, যার মধ্যে গত বারের আইপিএলও- আছে।
তাই এ বারেও রোহিতের উপরই ভরসা করছেন মুম্বইয়ের ফ্যানরা।
জাহির খান-
এ বছর দিল্লি ডেয়ার ডেভিলসের দায়িত্বে জাহির খান।
প্রত্যেকবার দারুণ স্কোয়াড বানিয়েও আইপিএল-এ খারাপ খেলার একটা ‘ট্র্যাডিশন’ সেট করেছে দিল্লি ডেয়ার ডেভিলস।
সেই ট্র্যাডিশন ভাঙার লক্ষ্যে জাহিরের উপর বিপুল ভরসা করছেন জাহির।
ডেভিড মিলার-
গত বছরের আইপিএলটা বেশ খারাপ কেটেছে কিংগস ইলেভেন পঞ্জাবের।এ বছর দলের অধিনায়ক দক্ষিণ আফ্রিকার বিগ হিটার ডেভিড মিলার।মিলার কি পারবেন কিংগস ইলেভনের ভাগ্য বদলাতে? উত্তরটা ওই ২২গজেই মিলবে।
এ বারের আইপিএল-এর আরও একটি নতুন দল গুজরাট লায়ন্স।এই দলের দায়িত্বে সুরেশ রায়না। গত কয়েকটি সিরিজে রায়নার ব্যাট বেশ ব্যর্থ।নিজেকে নতুন করে প্রমাণ করার এর থেকে ভাল সুযোগ আর বোধহয় অধিনায়ক রায়না পাবেন না।
মহেন্দ্র সিংহ ধোনি-
চেন্নাই সুপার কিংস আইপিএল থেকে বাতিল হওয়ায় আট বছর পর খানিকটা বাধ্য হয়েই সাম্রাজ্যের ঠিকানা বদলেছেন মাহি।এ বছর তিনি নতুন দল পুণে সুপার জায়েন্টসের দায়িত্বে, যার মালিক সঞ্জীব গোয়েঙ্কা।