• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

টেস্ট অলরাউন্ডার তালিকায় দুই নম্বরে বাংলাদেশি সাকিব


প্রকাশিত: ৫:১৩ পিএম, ৩১ ডিসেম্বর ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৬৫ বার

11ডেস্ক রিপোর্টার:   টেস্ট ক্রিকেটে শীর্ষ দশ অলরাউন্ডারের তালিকায় দুই নম্বরে আছেন বাংলাদেশি সাকিব আল হাসান। অথচ এক নম্বরে থেকেই ২০১৫ শুরু করেছিলেন তিনি। ভারতীয় অলরাউন্ডার অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কাছে শীর্ষস্থান হারালেন তিনি। আইসিসি আজ বছরের শেষ টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংস প্রকাশ করে। সূত্র : আইসিসি ওয়েবসাইট

টেস্ট অলরাউন্ডারের তালিকায় সাকিবের মোট পয়েন্ট ৩৮৪। আর অশ্বিনের পয়েন্ট ৪০৬। তালিতায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, দক্ষিণ আফ্রিকার ভেরনন ফিলান্ডার ও ভারতের রবীন্দ্র জাদেজা।