• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

টেকনাফ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা-শতাধিক রোহিঙ্গাকে ফেরত বিজিবি’র


প্রকাশিত: ৩:৪১ পিএম, ৩০ ডিসেম্বর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০৮ বার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি  :  কক্সবাজারের টেকনাফ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের nnচেষ্টাকালে অর্ধশতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। শুক্রবার সকালে নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে তিন নৌকায় তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান,সকালে নাফ নদ পার হয়ে ঝিমংখালী সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই তিন নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা তাদের ফেরত পাঠায়। ওই  নৌকায়  অন্তত ৫০ রোহিঙ্গা নাগরিক ছিল।

তিনি আরও জানান, মিয়ানমারে রাখাইন রাজ্যে সহিংসতা পরিস্থিতির পর থেকে ১২ শতাধিক রোহিঙ্গাবোঝাই নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ফেরত পাঠানো হয়।প্রসঙ্গত, গত অক্টোবরে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তে সন্ত্রাসী হামলায় দেশটির ৯ সীমান্তরক্ষী নিহত হয়। এ ঘটনার জন্য রোহিঙ্গা সন্ত্রাসীদের দায়ী করে রাখাইন রাজ্যে ‘সন্ত্রাসবিরোধী অভিযানে’ নামে দেশটির সেনাবাহিনী।

তবে অভিযানের নামে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনী বর্বরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেনাবাহিনীর বর্বরতা থেকে বাচঁতে নাফ নদ পার হয়ে সীমান্ত দিয়ে দলে দলে রোহিঙ্গারা আশ্রয়ের প্রত্যাশায় বাংলাদেশে আসার চেষ্টা করছে। ইতিমধ্যে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে অবৈধভাবে ঢুকেও পড়েছে।

বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দাবি, রাখাইন রাজ্যে সেনাবাহিনী রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি নির্বিচারে রোহিঙ্গা পুরুষ ও শিশুদের হত্যা করছে; ধর্ষণ করছে নারীদের।