• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

টি-২০ বিশ্বকাপ কাঁপাবে সাকলাইন ও অলরাউন্ডার শুভাগত হোম


প্রকাশিত: ৯:৪৫ পিএম, ১৯ মার্চ ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

এস রহমান  :    এবার টি-২০ বিশ্বকাপ কাঁপাবে নয়া টাইগার সাকলাইন সজীব ও অলরাউন্ডার শুভাগত হোম।এরা সানি তাসকিনের জায়গায় sakline-suvagoto-www.jatirkhantha.com.bdখেলবেন। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় আজ রাতেই ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন সাকলাইন ও শুভাগত।বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় আর্ন্তজাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের দুই খেলোয়াড় পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি।

ফলে চলমান টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে আর খেলতে পারবেন না তাসকিন ও সানি। তাই তাদের পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার সাকলাইন সজীব ও অলরাউন্ডার শুভাগত হোম।প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন ২৭ বছর বয়সী সাকলাইন। ঘরোয়া আসরে তার পারফরমেন্সের ঝুলি বেশ সমৃদ্ধ। স্পিনার হিসেবে বেশি দক্ষ সাকলাইন ৬৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৩০৩টি। ঘরোয়া আসরে টি-২০ ম্যাচ খেলেছেন ৩২টি। উইকেট পেয়েছেন ৩৪টি।

সাকলাইনের প্রথম হলেও, ইতোমধ্যে জাতীয় দলের হয়ে ৭টি টেস্ট, ৪টি ওয়ানডে ও ২টি টি-২০ ম্যাচ খেলেছেন শুভাগত। টেস্টের ১৩ ইনিংসে ২১৩ রান ও ৯ ইনিংসে ৮ উইকেট নেন তিনি। আর ৪ ওয়ানডের ৩ ইনিংসে ৭০ রান ও ১ ইনিংসে কোন উইকেট পাননি শুভাগত। তবে মাত্র ২টি টি-২০ ম্যাচ খেলেছেন এই ডান-হাতি। ২টি টি-২০ ম্যাচের ১ ইনিংসে ৬ রান ও বল হাতে ১ ইনিংসে ১ উইকেট নেন ২৯ বছর বয়সী শুভাগত।