• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

টিউলিপ সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞ


প্রকাশিত: ৬:১৬ পিএম, ২১ ডিসেম্বর ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭৮ বার

1 সিলেট প্রতিনিধি:   টিউলিপ রেজওয়ানা সিদ্দিকযুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে সেখানকার সিলেটি ব্যক্তিরা সহযোগিতা করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি লেবার পার্টি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক সিলেটবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

যুক্তরাজ্য থেকে ঢাকায় ফেরার পথে আজ সোমবার সকালে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় টিউলিপ সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে সাংবাদিকদের জানান সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।
যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-০০৬ বিমানটি সিলেটে পৌঁছায় সকাল ১০টা পাঁচ মিনিটের দিকে। টিউলিপ সিদ্দিকীর সঙ্গে তাঁর মা শেখ রেহানা আছেন। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করে বিমানটি।

শেখ রেহানা ও টিউলিপ যাত্রাবিরতির জন্য সিলেট বিমানবন্দরে অবস্থান নিলে স্থানীয় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা তাঁদের স্বাগত জানান। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলার ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে বেরিয়ে বদরউদ্দিন আহমদ কামরান জাতিরকন্ঠকে  বলেন, ‘যুক্তরাজ্যে নির্বাচনের সময় সেখানে অবস্থানরত সিলেটিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করায় তিনি (টিউলিপ) সিলেটবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বড় কোনো অনুষ্ঠানে সিলেটে আসার ইচ্ছাও ব্যক্ত করেছেন।’ এ সময় শেখ রেহানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দৃঢ় নেতৃত্বের প্রশংসা করেন করেন বলেও জানান সিলেট সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।