• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

টাম্পাকো মকবুলের খেল খতম-নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ


প্রকাশিত: ১২:১৪ এএম, ২৪ নভেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৬৭ বার

হাইকোর্ট রিপোর্টার  :  গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ওই tampako-md-www-jatirkhantha-com-bdপ্রতিষ্ঠানের চেয়ারম্যান বিএনপির সাবেক সাংসদ সৈয়দ মকবুল হোসেনসহ ছয়জনের আগাম জামিন আবেদন খারিজ করে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আগামী এক সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমপর্ণ করতে হবে। তবে মকবুল হোসেনের স্ত্রী সাজেদা পারভীন হোসেন এবং মেয়ে সৈয়দা আবিদা হোসেনকে আগাম জামিন দিয়েছেন আদালত।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।এ বিষয়ে করা জামিন আবেদনের ওপর গত সোমবার ও বুধবার দুই দিন শুনানি হয়।মঙ্গলবার শুনানি শেষে আজ বুধবার আদেশের জন্য দিন নির্ধারণ করেন আদালত।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আতাউল গণি।আদেশের পর আতাউল গণি বলেন,  দুজনকে আট সপ্তাহের জামিন দিয়েছেন আদালত। আর বাকিদের এক সপ্তাহের মধ্যে দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

টাম্পাকোর চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন, তার স্ত্রী সাজেদা পারভীন হোসেন ও মেয়ে সৈয়দা আবিদা হোসেন ছাড়া পাঁচ আসামি হলেন- কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, জেনারেল ম্যানেজার শফিকুর রহমান, মনির হোসেন (ম্যানেজার এডমিন), আলমগীর হোসেন (ডিএমডি) ও আবু হানিফ(ম্যানেজার)।

গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো ফয়েলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৩৪ জন নিহত হন, আহত হন আরও অন্তত ৪০ জন।এ ঘটনায় টঙ্গী থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা করা হয়। অগ্নিকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন মকবুল হোসেন।