• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

টাম্পাকোর আগুনের নেপথ্যে দোষী যেই হোক ব্যবস্থা নেওয়া হবে: আমু


প্রকাশিত: ৪:০৮ পিএম, ১১ সেপ্টেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭১ বার

ঘটনাস্থল থেকে মোস্তফা কামাল প্রধান  :  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, টাম্পাকো ফয়েলস লিমিটেডের ঘটনায় 66যেই দোষী হোক তদন্ত করে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। রবিবার বেলা ১১টার দিকে কারখানা ও এর আশপাশ ঘুরে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের জীবনের মূল্য কেউ দিতে পারবে না। কিন্তু কার গাফিলতিতে এমনটি হয়েছে তদন্ত করে তা বের করা হবে। কোনও শ্রমিক যেন তার কর্মক্ষেত্রে কোনও দুর্ঘটনার সম্মুখীন না হয় সেজন্য পরীক্ষা নিরীক্ষা করে বিদ্যমান ব্যবস্থায় ঘাটতি থাকলে তার উন্নয়ন ঘটাতে হবে।

তিনি আরও বলেন, টঙ্গী এলাকায় আরও যেসব কারখানায় বয়লার রয়েছে সেসব কারখানায় পরীক্ষা চালানো হবে। যদি সেসব বয়লারে কোনও ত্রুটি ধরা পড়ে দ্রুততম সময়ে সে ত্রুটি দূর করে তা সচল করার ব্যবস্থা করতে হবে। মোট কথা শ্রমিকের নির্বিঘ্ন নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত থাকতে হবে।

শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেন, টঙ্গীর টাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা সবাই মর্মাহত, শোকাহত। আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সবাই এ ব্যাপারে শোক প্রকাশ করেছি। হতাহতের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাই। প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্রম মন্ত্রণালয় থেকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুংখানুপুঙ্খ ভাবে তদন্ত করে আমরা দেখবো এ ঘটনা কেন ঘটল। এ ঘটনার মাধ্যমে যে এতগুলো প্রাণ গেল এ জন্য আমরা খুবই দুঃখিত। আমরা চাই এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটুক। তার জন্য তদন্ত সাপেক্ষ পরিপূর্ণ ব্যবস্থা সর্বক্ষেত্রে নেয়ার চেষ্টা করবো।

আমরা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতেমধ্যে নির্দেশ দিয়েছি যেন সমস্ত শিল্প নগরীতে এ ধরনের তদন্ত করা হোক। দেখা হোক কোথাও কোনও লিকেজ আছে কিনা। বৈদ্যুতিক শর্ট সার্কিট আছে কিনা। বয়লার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা? মেয়াদ উত্তির্ণ কোনও বয়লার চালু আছে কিনা? থাকলে সে গুলো বন্ধ করার ব্যবস্থা করা তদন্ত করে দেখার জন্য বলা হয়েছে।

এসময় মন্ত্রী স্থানীয় লোকজন ও বিভিন্ন কারখানার শ্রমিকদের সঙ্গেও কথা বলে তাদের কর্মস্থলের খোঁজ খবর নেন।
তিনি বলেন, এই যে এ ধরনের দুর্ঘটনা ঘটছে সেগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।