• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

টানা সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ নাকাল ডিআইজি মিজান


প্রকাশিত: ১০:৩৩ পিএম, ৩ মে ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯৩ বার

 

 

dig migan-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিনিধি :  টানা সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদে নাকাল অবস্থা  সেই বিতর্কিত ডিআইজি মিজানের। তবে জিজ্ঞাসাবাদে কি কি কথা হয়েছে তা তিনি জানাতে রাজি হননি। কিন্তু তা প্রকাশ পেয়েছে ডিআইজি মিজানের চেহারায়। তবুও সেই বিতর্কিত ডিআইজি মিজান ছিলেন হাসিমুখে!

জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে আজ বৃহস্পতিবার পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা সাড়ে ৭ ঘণ্টা পুলিশের উচ্চপদস্থ এই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।

জিজ্ঞাসাবাদ শেষে সেখান থেকে বের হয়ে হাসিমুখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিআইজি মিজান। তিনি বলেন,‘একজন সাংবাদিক ভদ্র মহিলার সঙ্গে আমার কনভারসেশন হয়েছে, এজন্য আমি স্যরি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।’