• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ চরমপন্থি নিহত


প্রকাশিত: ৩:৫৩ এএম, ৭ এপ্রিল ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার

 

জেলা প্রতিনিধি . টা্ঙ্গাইল : টা্ঙ্গাইল জেলা সদর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) 1সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এমএল লাল পতাকার এক নেতাসহ দুই চরমপন্থি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩ টায় উপজেলার যুগনি হাটখোলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- এমএল লাল পতাকার নেতা ফজল ড্রাইভার (৪০) ও কর্মী উজ্জ্বল (৩৫)।

টাঙ্গাইল র‌্যাবের কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন চরমপন্থি ওই এলাকার  অবস্থান নেয়। এ সংবাদ পেয়ে অভিযান চালায় র‌্যাব-১২। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন- এমএল লাল পতাকার নেতা ফজল ড্রাইভার (৪০) ও কর্মী উজ্জ্বল (৩৫)।