• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলের গডফাদার এমপি রানার খেল খতম-পাকরাওয়ের নির্দেশ


প্রকাশিত: ৭:১১ পিএম, ৬ এপ্রিল ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪২ বার

 
টাঙ্গাইল. জেলা প্রতিনিধি : টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলায় সংসদ Mp rana-www.jatirkhantha.com.bdসদস্য আমানুর রহমান খান রানাসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।বুধবার টাঙ্গাইলের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আমিনুল ইসলাম পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করে এই গ্রেফতারি পরোয়ানা জারি করে।গত ৪ ফেব্রুয়ারি ১৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।

অভিযোগপত্রে টাঙ্গাইল-৩ আসনে (ঘাটাইল) আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর ও তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান (মুক্তি), ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন) ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা)।

বাকি আসামিরা হলেন-কবির হোসেন, আনিছুল ইসলাম (রাজা), মোহাম্মদ আলী, সমীর, ফরিদ আহমেদ, আমানুরের দারোয়ান বাবু, যুবলীগের তত্কালীন নেতা আলমগীর হোসেন (চাঁন), নাসির উদ্দিন (নুরু), ছানোয়ার হোসেন ও সাবেক পৌর কমিশনার মাছুদুর রহমান।
আসামিদের মধ্যে রাজা, মোহাম্মদ আলী, সমীর ও ফরিদ কারাগারে আছেন। এমপি আমানুর ও তার তিন ভাইসহ ১০ আসামি পলাতক।

২০১৩ সালের ১৮ জানুয়ারি শহরের বাসার সামনে গুলি করে আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুককে হত্যা করা হয়। তিনদিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।