• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

টাকা না দিয়ে ক্লাব মালিকরা লাপাত্তা-ঈদ কেনাকাটা বন্ধ ক্রিকেটারদের


প্রকাশিত: ৬:৪৫ পিএম, ২৩ জুন ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

আসমা খন্দকার   :   টাকা না দিয়ে ক্লাব মালিকরা লাপাত্তা-ঈদ কেনাকাটা বন্ধ ক্রিকেটারদের ।ঢাকা Bcb-crikater-www.jatirkhantha.com.bdপ্রিমিয়ার লিগ ভালো ভাবে শেষ হলেও। এখনো পরিশোধ হয়নি খেলোয়ারদের টাকা। প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় বিসিবির হস্তক্ষেপ কামনা করেছেন ভিক্টোরিয়ার ক্রিকেটাররা।

নিয়ম অনুযায়ী প্রথম পর্ব শেষে সুপার লিগ শুরুর সময়টাতেই পারিশ্রমিকের ৬০ শতাংশ ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়ার কথা ক্লাবগুলোর। কিন্তু লিগ শেষ হয়ে গেলেও বেশিরভাগ ক্লাব সেটা করেনি। গত রোববার বিসিবি সভা শেষে বোর্ড প্রধান নাজমুল হাসান, ক্রিকেটারদের পাওনা পরিশোধের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন ক্লাবগুলোকে।

সেই বেধে দেওয়া সময় শেষ হয়েছে বুধবার। কিন্তু টাকা না পেয়ে ভিক্টোরিয়ার নিরুপায় ক্রিকেটাররা সহযোগিতা চাইলেন বোর্ডের। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক নাদিফ চৌধুরি জানালেন তাদের হতাশার কথা।

তিনি বলেন আমাদের একজন কেবল ৪০ ভাগ টাকা পেয়েছে। বাকিরা কেউ ১০ ভাগ, কেউ ২০ ভাগ বা ৩০ ভাগ পেয়েছে। লিগ শেষ, ঈদের আগে সবাই বাড়ি যাবে, টাকা না পাওয়ায় যেতে পারছে না।এছাড়ও ভিক্টোরিয়ার ক্রিকেটাররা জানান, গত কদিন ধরেই ক্লাব কর্তারা তদের ফোন ধরছেন না। এমনকি সবশেষ ম্যাচের দিন মাঠেও ছিলেন না কোনো কর্মকর্তা!

এদিকে রবিবার আল্টিমেটাম দেওয়ার পর বিসিবি প্রধান জনিয়েছিলেন, এরপরও ক্লাবগুলো টাকা না দিয়ে বিসিবিই ক্রিকেটারদের টাকা দিয়ে দেবে। আর সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে ক্লাবগুলোর বিরুদ্ধে।

প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জাতিরকন্ঠকে জানালেন, তারা খতিয়ে দেখছেন কোন কোন ক্লাব পাওনা পরিশোধ করেনি।মাত্রই আল্টিমেটাম শেষ হলো। ভিক্টোরিয়ার ক্রিকেটাররা আমাদের কাছে এসেছিল। আরও কিছু ক্রিকেটার অভিযোগ জানিয়েছেন। আমরাও অনেক ক্লাবের সঙ্গে যোগাযোগ করছি। সব তথ্য পাওয়ার পর আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।