• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

টাকার লোভে ফুল নগ্ন হলেন টেনিস ক্যারোলিনা


প্রকাশিত: ৯:১০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৯৫ বার

 

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’ ম্যাগাজিনের বিশেষ সংখ্যার মডেল হয়েছেন টেনিস তারকা ক্যারোলিনা ওজনিয়াকি।ম্যাগাজিনের ‘সুইমস্যুটkarolina-www.jatirkhantha.com.bd’ সংস্করণের জন্য ছবি তোলার সময় ওজনিয়াকির শরীরে একটি সুতাও ছিল না।

কেবল কিছু পেইন্ট দিয়ে নিজের শরীর ঢাকতে হয়েছে এই ড্যানিশ সুন্দরীকে। ম্যাগাজিনের ফটোশুটে নগ্ন হলেন ওজনিয়াকি -এই সংস্করণের জন্য তিনজন নারী ক্রীড়াবিদ তাদের গায়ে বিশেষ ধরনের পেইন্ট দিয়ে নিজেদের শরীর ঢাকেন।

এই তিনজন হলেন ওজনিয়াকি, টাইগার উডসের সাবেক প্রেমিকা এবং অলিম্পিকে স্প্রি চ্যাম্পিয়ন লিন্ডসে ভন ও মার্শাল আট তারকা রোন্ডা রুশো।
এই টেনিস সেনশেসন বলেস্পোর্টস ইলাস্ট্রেটেড ম্যা1গাজিনের বিজিনের ফটোশুটে নগ্ন হলেন ওজনিয়াকিন, ‘খুব কম সংখ্যক শেষ সংখ্যার মডেল হতে পেরে গর্বিত অনুভব করছেন বলে জানিয়েন ওজনিয়াকি।ম্যাগামানুষই এমন সংস্করণের মডেল হতে পারেন। এজন্য গর্বিত মনে হচ্ছে।’ তিনি বলেন, ‘এ বছরের ফটোশুটের প্রধান আকর্ষণ ছিল সুস্বাস্থ্য ও শরীরের বিভিন্ন দিক। সবগুলো দিকে সফল হয়েছি বলে ভালো লাগছে।’

ভন এবং রেুশোর মতো ওজনিয়াকিও তার ইনস্ট্রাগ্রামে সমুদ্র সৈকতে দাঁড়ানো শরীরের বিভিন্ন অঙ্গিভঙ্গির ছবি পোস্ট করেছেন।নিজের ইনস্ট্রাগ্রামে ওজনিয়াকি লিখেছেন ‘আজ স্পোর্টস ইলাস্ট্রেটেড ম্যাগাজিনের শুটে। দ্বিতীয়বারের মতো আমাকে নেয়ায় ধন্যবাদ এমজে ডে ও ডারসিয়েবম এবং জা নেইনিকে।’

উল্লেখ্য, ‘‌স্পোর্টস ইলাস্ট্রেটেড’ আমেরিকার বিখ্যাত টাইম ইঙ্ক প্রতিষ্ঠানের মালিকানাধীন একটি ম্যাগাজিন।

বিশ্বে ম্যাগাজিনটির ৩০ লাখ গ্রাহক রয়েছে। নিউইয়র্ক থেকে ১৯৫৪ সালে ম্যাগাজিনটির প্রথম সংস্করণ বের হয়। সূত্র: স্পোর্টস ইলাস্ট্রেটেড ওয়েবসাইট ও এনডিটিভি