টাকার পাহাড় বানিয়েছেন-রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী পাকরাও
বিশেষ প্রতিনিধি : অবৈধ উপায়ে টাকার পাহাড় বানানোর অভিযোগে রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীকে পাকরাও করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন জাতিরকন্ঠকে বলেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামকে আজ বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে । জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এতথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর রমনা থানায় গত ২৩ ফেব্রুয়ারি এমদাদুলের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। ১ কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই মামলা হয়।