• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

টাকার জন্যে প্রেস্টিজ বিক্রি-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি জব্দ


প্রকাশিত: ৩:৩৯ এএম, ২৫ এপ্রিল ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

বিশেষ প্রতিবেদক  :     টাকার জন্যে প্রেস্টিজ বিক্রি-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি জব্দ । 1রাজধানীর গুলশান এলাকা থেকে একটি পোরসে গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ২০০৬ সালের ১৬ অক্টোবর নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরী ৪৫০০ সিসির গাড়িটি শুল্কমুক্ত সুবিধার আওতায় এনেছিলেন।শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, “রোববার দুপুরে গুলশান-১ এর ২৪ নম্বর রোডের ১১ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়েছে।”

গাড়িটি আনার তিন মাস পর ২০০৭ সালের ২১ জানুয়ারি প্রেসটিজ মটরস নামে একটি প্রতিষ্ঠানের কাছে ৮০ লাখ টাকার বিনিময়ে হস্তান্তর করা হয়।  এরপর ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি প্রেসটিজ মটরস গাড়িটি অ্যাবেকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে হস্তান্তর করে।

শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, শুল্ক আইন অনুযায়ী গাড়িটির জন্য পাঁচ কোটি টাকা শুল্ক পরিশোধ করার কথা থাকলেও সংসদ সদস্য হওয়ায় তা  দিতে হয়নি।

এসআরও শর্ত অনুযায়ী, একজন সংসদ সদস্য শুল্ক ছাড়া গাড়ি আনার যে সুবিধা পায় তাতে তিনি চার বছর পর গাড়ি হস্তান্তর করতে পারেন। তবে জব্দ হওয়া গাড়িটি তিন মাসেই হস্তান্তর করা হয়েছে বলে নথিপত্রে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ড. মইনুল খান। ২০১২ সালের ৪ অগাস্ট ৭৮ বছর বয়সে আবদুল মতিন চৌধুরীর মৃত্যু হয়।