টাইটানিক ট্রাজেডির নয়া মোড়
অনলাইন ডেস্ক রিপোর্টার : লক্ষ বছর পুরোনো আইসবার্গের ধাক্কাতেই ডুবতে হয়েছিল টাইটানিককে।বিশাল এক বরফখন্ডের সঙ্গে সংঘর্ষের কারণেই প্রথম যাত্রাতেই ডুবে যায় টাইটানিক জাহাজ। বিজ্ঞানীরা বলছেন, সেই বরফখন্ড গ্রিনল্যান্ডের দক্ষিণাঞ্চল থেকে উৎপন্ন হয়েছিল এবং তাও প্রায় এক লাখ বছর আগে!
১৯১২ সালে টাইটানিক ডু্বে যাওয়ার পর থেকে এসব তথ্য সংগ্রহ করেন যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালযের গ্র্যন্ট বিগ। তিনি এমন একটি কম্পিউটার মডেল তৈরি করেছিলেন যার মাধ্যমে বরফখন্ডের পথ নির্ধারণ করা যায়।
সেই পদ্ধতি ১৯১২ সালের বরফখন্ডের প্রয়োগ করে তিনি আবিস্কার করেন যে এটা গ্রিনল্যান্ড উপকূল থেকে আসে। বরফখন্ডের আনুমানিক উচ্চতা ছিল ৪০০ ফুট এবং পানির উপরে এর ১০০ ফুট বরফ দেখা যাচ্ছিল। এর ওজন ছিল দে ১৫ লাখ টন।
বিগ এর মতে এর প্রকৃত উচ্চতা ছিল ১৭০০ ফুট এবং ওজন ছিল সাড়ে সাত কোটি টন। গবেষণা মতে, ১৯১২ সালটি খুবই বাজে ছিল এজন্য বরফখন্ড স্বাভাবিকের চেয়ে বেশি দক্ষিণমুখী ছিল।
বিগ বলেন, বাতাসের দিক, আবহাওয়ার পরিবর্তন ও সাগরের গতি সবকিছু মিলে এটা অনুমান করা খুবই কঠিন যে আসলে বরফখন্ড কোথা থেকে এসেছিল। তাই স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব নয়।