• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

টাইগারের থাবায় ভিন্স আউট


প্রকাশিত: ৩:১৪ পিএম, ৭ অক্টোবর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৭৬ বার

স্পোর্টস রিপোর্টার  :   টাইগারের থাবায় ভিন্স আউট হয়ে হয়ে গেলেন এই মাত্র। স্ট্রাইকে এখন রয়। কাভার ড্রাইভ করতে 22চেয়েছিলেন। কিন্তু ইমরুল কোনো রান হতে দিলেন না।
এবারে লিডিং এজ! আউট! পায়ের ওপরে ছিল বলটা। লেগ সাইডে মারতে চেয়েছিলেন ভিন্স। ব্যাটের ওপরের কানায় লেগে বল উঠে গেল আকাশে। মিড অনে সহজ ক্যাচটা নিতে মাশরাফির কোনো সমস্যাই হলো না।ইংল্যান্ডের দুর্দান্ত ব্যাটিং লাইনআপের প্রথম জন গেলেন। এবার ক্রিজে এলেন বেন ডাকেট।