• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

টাইগাররা এবার খুঁড়ছে টেস্টে পাকিস্তান কবর-`রোজনামা আজকাল`


প্রকাশিত: ১১:৫৬ পিএম, ৬ মে ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১০৬ বার

pak-las----www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক.ঢাকা: বাংলাদেশে সফররত পাকিস্তান ক্রিকেট দলের ধারাবাহিক হার নিয়ে ক্রিকেটার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করে আসছে সেদেশের গণমাধ্যম। প্রায় প্রতিদিনই সেদেশের পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন বা মন্তব্য প্রতিবেদন লেখা হচ্ছে। সমালোচকের তালিকায় বাদ যাননি পাকিস্তানি কার্টুনিস্টরাও।

পাকিস্তানি পত্রিকা `রোজনামা আজকাল`-এ রোববার ছাপা হয়েছে কার্টুনিস্ট খালিদ হোসাইনের একটি কার্টুন। কার্টুনটিতে খালিদ দেখিয়েছেন, ওয়ানডে’র পর টি টোয়েন্টিতেও পাকিস্তানকে কবর দিয়ে টাইগাররা এবার খুঁড়ছে টেস্টে পাকিস্তান দলের জন্য কবর।
লাহোরভিত্তিক এই পত্রিকায় রোববার প্রকাশিত কার্টুনটি সামাজিক মাধ্যমেও বেশ আলোচিত হয়েছে সেদেশে। –