• রোববার , ৫ জানুয়ারী ২০২৫

টকশো’র নামে বিচার বিভাগ নিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে-প্রধান বিচারপতি


প্রকাশিত: ২:৩১ এএম, ২ জানুয়ারী ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১২৭ বার

ssss

মৌলভীবাজার প্রতিনিধি : প্রধান বিচারপতি সুরেন্দ কুমার সিন্হা বলেছেন,‘সম্প্রতি কয়েকটি ইলেকট্রনিক্স মিডিয়ায় কিছু বুদ্ধিজীবী টকশোর নামে বিচার বিভাগ নিয়ে ভুল অপব্যাখ্যা করছেন। তিনি তাদেরকে বিচার বিভাগকে নিয়ে অপব্যাখ্যা না করার আহবান জানান।
বিচারপতি বলেন,‘গত ৭-৮ বছর ধরে বিনা কাজে বেতন নিচ্ছেন বিচারকরা। এটা এক ধরনের অপরাধ। এ কারণে দেশের আদালতগুলোতে ২ দশমিক ৭ মিলিয়ন মামলা বিচারাধীন রয়েছে।’
রোববার (১ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
জেলা ও দায়রা জজ মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আহম মুস্তফা কামাল এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমদ চৌধুরী।
প্রসঙ্গত, মৌলভীবাজার গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ৪ তলা ভবনের নির্মাণ কাজে প্রায় ২৭ কোটি টাকা ব্যয় হয়েছে।