• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ঝিনাইদহে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত ২৫-মজিদের মৃত্যু


প্রকাশিত: ১১:২৯ এএম, ৪ এপ্রিল ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৬০ বার

বিশেষ প্রতিনিধি/ঝিনাইদহ প্রতিনিধি  :    জেলার সদর উপজেলার দুগাছী ইউনিয়নে আওয়ামী jnidaho-www.jatirkhantha.com.bdলীগের দলীয় প্রার্থী ইসহাক আলী ও বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফয়জুল্লাহ ফয়েজের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ইউনিয়নের মধুনাথপুর গ্রামে এ সংঘর্ষ শুরু হয়।এখন পর্যন্ত পাওয়া খবরে মফিজ উদ্দিন (৪৫) নামে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।খবর পেয়ে সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জনানো হয়।1

নির্বাচনী সহিংসতায় আহত
আ’ লীগ নেতা মজিদের মৃত্যু

ওদিকে বগুড়ার সারিয়াকান্দিতে নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ (৬৫) মারা গেছেন।বগুড়া শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।আব্দুল মজিদ সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং রৌহদহ গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে।

জানা গেছে, গত ২২ মার্চ প্রথম দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দিন রৌহদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় লাঠির আঘাতে আব্দুল মজিদ গুরুতর আহত হন। ওই দিনই তাকে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার রাতে তিনি মারা যান। পরিবারের লোকজন রাতেই তার মৃতদেহ সারিয়াকান্দিতে নিয়ে যায়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান জাতিরকন্ঠকে জানান, আব্দুল মজিদের মৃত্যুর খবর তিনি শুনেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।এর আগে ২২ মার্চ নির্বাচনের দিন প্রতিপক্ষের হামলায় সারিয়াকান্দিতে কুতুবপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জবেদ আলী ভূইয়া নিহত হন।

১৪ ফেব্রুয়ারি শিবগঞ্জের বুড়িগঞ্জে নির্বাচনী সহিংষতায় মারা যান আ’লীগের কর্মী মাহাতাব। ২ এপ্রিল সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মারা যান যুবলীগ কর্মী লিটন।এ নিয়ে বগুড়া জেলায় নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হলো।