• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

ঝালকাঠি কাঠালিয়ায় জুয়ার আসর থেকে ৪ জুয়ারী পাকরাও


প্রকাশিত: ৩:৩৭ পিএম, ১৩ ডিসেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২৪ বার

 
ঝালকাঠি প্রতিনিধি মো.মোছাদ্দেক বিল্লাহ :   কাঠালিয়া উপজেলার আনইল বুনিয়া জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮জুয়ারীকে আটক করেছে SAMSUNG CAMERA PICTURESপুলিশ। আটককৃতরা হল- লেবু ববুনিয়া গ্রামের কালাম আকন(৫০) পিতা রতন আলী আকন, সালাম হাওলাদার(৬০) পিতা খোরশেদ আলী হাওলাদার, আনইল বুনিয়া গ্রামের তফিল উদ্দিন সিকদার (৫০) ও রহিম হাওলাদার, ।

মঙ্গলবার রাতে আনুমানিক ২.৪৫ মিনিটের দিকে আনইল গ্রামের একটি চৌচলা টিনের ঘরে একদল জুয়ারী জুয়ার আসর বসায়।

গোপন সূত্রে খবর পেয়ে কাঠালিয়া থানার দক্ষ এস আই সালাম ও এস আই আলী হোসেন ভোররাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে উল্লেখিতদের আটক করে।

এ সময় আরো বেশ কিছু জুয়ারী পালিয়ে যেতে সক্ষম হয়। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জাতিরকন্ঠকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।