• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

ঝালকাঠি এসপি’র সঙ্গে সাংবাদিকের মতবিনিময়


প্রকাশিত: ১:৫৭ এএম, ২০ নভেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬৪ বার

 
ঝালকাঠি প্রতিনিধি,মো.মোছাদ্দেক বিল্লাহ : ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা শনিবার সকালে অনুষ্eeঠিত হয়েছে।ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার জোবায়েদুর রহমান জেলার আইন শৃংঙ্খলা এবং সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন।
আলোচনায় সদর থানার পরিদর্শক (ওসি অপারেশন) মো. মাহে আলম, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, দুলাল সাহা,শ্যামল সরকার,জিয়াউল হাসান পলাশ, কাজী খলিলুর রহমান,আককাস সিকদার,পলাশ রায়, রতন আচার্য্য,তালুকদার আল-আমিন, অলোক সাহা, আমিনুল ইসলাম প্রমুখ অংশ নেয়।টেলিভিশন, অনল্ইান, জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পুলিশ সুপার জোবায়েদুর রহমান গত ৬ নভেম্বর ঝালকাঠি পুলিশ সুপার পদে যোগদান করেন।