• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

জয় অপহরণ চেষ্টা মামলায় মাহমুদুর শ্যোন অ্যারেস্ট-১০ দিন রিমান্ড প্রার্থনা


প্রকাশিত: ২:৩৮ পিএম, ১৮ এপ্রিল ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৪৬ বার

বিশেষ প্রতিবেদক  :  প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তার ছেলে সজীব 1ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা প্রচেষ্টার মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের পর এবার দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক কারাবন্দী মাহমুদুর রহমানকে পুনঃ গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন করা হয়েছে।একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্যে ১০ দিনের রিমান্ডের অাবেদন করা হয়েছে।

সোমবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে এ আবেদন পাঠিয়েছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হাসান আরাফাত জানান, আজ সকালে মাহমুদুর রহমানের বিরুদ্ধে শ্যোন অ্যারেস্টের আবেদন আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।একই সঙ্গে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্যে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।