• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

জয়ের মানহানী-কুমিল্লায় খালেদার বিরুদ্ধে কোটি টাকার মামলা


প্রকাশিত: ৫:৩৫ পিএম, ৩ মে ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬৫ বার

জেলা প্রতিনিধি .কুমিল্লা   :   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার আদালতে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান’ কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও ছাত্রলীগের মুরাদনগর উKhaleda+Joyপজেলা শাখার সহ-সম্পাদক শরিফুল আলম চৌধুরী।

আজ দুপুরে বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২ জুনের মধ্যে কুমিল্লা জেলা তথ্য কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন। কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৮ নং আমলী আদালতের বিচারক ফাহাদ বিন আমীন চৌধুরী এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাড. এস. টি আহমেদ ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদীর অভিযোগ সূত্রে জানা যায়- গত ১ মে ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত এক সমাবেশে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেন, যুক্তরাষ্ট্রে এফবিআই’র মামলার নথিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়’র একাউন্টে ৩’শ মিলিয়ন ডলার জমা আছে।

এই বক্তব্য তাৎক্ষণিকভাবে ইন্টারনেট, অনলাইন ভিত্তিক সংবাদ সংস্থা ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বাদীর ব্যাপক মানহানি হয়েছে। এতে বাদীর আনুমানিক ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে একমাত্র আসামি করে কুমিল্লার আদালতে মানহানি মামলা দায়ের করেন বাদী শরিফুল আলম চৌধুরী।