• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

জয়ের বিরুদ্ধে ভুয়া খবর-বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৩ জন কারাগারে


প্রকাশিত: ৮:০৫ পিএম, ৯ আগস্ট ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০২ বার

স্টাফ রিপোর্টার   :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে

জয়ের বিরুদ্ধে ভুয়া খবর প্রকাশ করায় গ্রেফতারকৃত বাংলামেইলের  ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৩ জনকে কারাগারে নেয়া হচ্ছে-ছবি বিডি ফটো
জয়ের বিরুদ্ধে ভুয়া খবর প্রকাশ করায় গ্রেফতারকৃত বাংলামেইলের
ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৩ জনকে কারাগারে নেয়া হচ্ছে-ছবি বিডি ফটো

কেন্দ্র করে ভুয়া ও ভিত্তিহীন খবর প্রকাশ করায় পাকরাও হয়েছে অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের ৩ সাংবাদিক।মঙ্গলবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

33আদালত সূত্র জাতিরকন্ঠকে জানায়, একটি ভিত্তিহীন খবর প্রকাশের অভিযোগে দায়ের করা মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। গত সোমবার দুপুরে রাজধানীর পল্টন থানায় এ মামলাটি দায়ের করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুনানি শেষে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

তারা তিনজন হলেন, নিউজ পোর্টালটির ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহ-সম্পাদক প্রান্ত পলাশ।

মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান তাদেরকে আদালতে হাজির করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র করে একটি খবর প্রকাশের অভিযোগে দায়ের করা মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। গত সোমবার দুপুরে রাজধানীর পল্টন থানায় এ মামলাটি দায়ের করা হয়।