• সোমবার , ১৮ নভেম্বর ২০২৪

জয়া আহসান ও মাশরাফী এবার ‘সেরা বাঙালি’


প্রকাশিত: ২:৪৩ পিএম, ৩০ জুলাই ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩৮ বার

বিনোদন রিপোর্টার  :  জয়া আহসান ও মাশরাফী এবার ‘সেরা বাঙালি’। অভিনয়ের জন্য এর আগে ‘সেরা বাঙালি’র সম্মাননা joya-www.jatirkhantha.com.bdপেয়েছেন মিঠুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, পাওলি দাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাহুল বোস, দেবশঙ্কর হালদার। এবার পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান। জয়ার হাতে এই সম্মাননা তুলে দেন ভারতের জনপ্রিয় চিত্রতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আর ক্রীড়াক্ষেত্রে ‘সেরা বাঙালি’র সম্মাননা পেয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্তজা। তার হাতে এই সম্মাননা তুলে দেন ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্য, পশ্চিমবঙ্গের মেয়ে ঝুলন গোস্বামী। গতকাল ২৯ জুলাই শনিবার সন্ধ্যায় কলকাতার গ্র্যান্ড ওবেরয় হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করে এবিপি আনন্দ।

joya-www.jatirkhantha.com.bdআজ ৩০ জুলাই কলকাতা থেকে জাতিরকন্ঠ কে এই সম্মাননা পাওয়ার খবর জানান জয়া আহসান। এ সময় তিনি খুবই উৎ​ফুল্ল ছিলেন। বললেন, ‘আমার জন্য অনেক বড় সম্মান। আমি বাঙালি। এটা আমার বড় পরিচয়। আমার এই পরিচয়কে এবিপি আনন্দ সম্মান জানিয়ে এবার “সেরা বাঙালি” পুরস্কারে ভূষিত করেছে।

আমি মনে করি, এ সম্মান পাওয়ার জন্য আমি এখনো পুরোপুরি যোগ্য নই। অভিনয়স্কুলে মাত্র অ, আ, ক, খ শিখতে শুরু করেছি। তারপরও যে কোনো স্বীকৃতি অন্তত নিশ্চিত করে, আমি ভুল পথে নেই।’ মাশরাফী বিন মোর্তজার হাতে ‘সেরা বাঙালি ২০১৭’ সম্মাননা তুলে দেন ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্য ঝুলন গোস্বামী
masrafi-www.jatirkhantha.com.bd
তিনি আরও বলেন, ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতির সমৃদ্ধি সাধনে যে শিল্পী ও সংস্কৃতি কর্মীরা ত্যাগ ও নিরলস কর্ম করে গেছেন, আমিও তাদের মতোই একজন কর্মী মাত্র। আমার আগে এই সম্মানে যারা ভূষিত হয়েছেন, তাদের কাতারে নিজেকে দেখতে পেয়ে আমি ধন্য মনে করছি।’

জয়া আহসান জানান, মাস দুয়েক আগেই তাকে এই খবরটি জানিয়েছেন এবিপি আনন্দ কর্তৃপক্ষ। তারা তখনই ৩০ জুলাই তারিখে অন্য কোনো কাজ না রাখার জন্য অনুরোধ করেন জয়াকে।

‘সেরা বাঙালি ২০১৭’ সম্মাননা পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (সেরার সেরা), জয় গোস্বামী (সাহিত্য), বিভাস চক্রবর্তী (নাট্যকলা), কৌশিকী চক্রবর্তী (সংগীত), রামানন্দ বন্দ্যোপাধ্যায় (শিল্পকলা), কে ডি পাল (বাণিজ্য), জয়া আহসান (অভিনয়), মাশরাফী বিন মোর্তজা (ক্রীড়া), পি সি সরকার জুনিয়র (বিনোদন), প্রাক্তণ বায়ুসেনা প্রধান অরূপ রাহা (লাইফটাইম অ্যাচিভমেন্ট)।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করেছে এবিপি আনন্দ। এবার ছিল এই আয়োজনের ১৩তম আসর।