• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

জয়পুরহাটে তাপদাহ-লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ


প্রকাশিত: ৩:৩৮ পিএম, ২০ এপ্রিল ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬৫ বার

 

আলাল আহমেদ .জয়পুরহাট জেলা প্রতিনিধি :  জয়পুরহাটে একদিকে তাপদাহ অন্যদিকে ঘন ঘন 1লোডশেডিং এ অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। দিন রাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ০৫ ঘণ্টা লোডশেডিং এ মনে করে দেয় পূর্বের লোডশেডিং এর কথা।

সাধারণ মানুষের মুখে একই কথা, সরকার এত বিদ্যুৎ উৎপাদন করছে অথচ বিদ্যুৎ কোথায়? দুপুরের তাপদাহে বাজার ও রাস্তাঘাট জনশূণ্য হয়ে পড়ে। মনে হয় প্রকৃতি ধর্মঘট করছে। মানুষজন জানায়, এ যাবৎ শুনে এসেছিলাম চৈত্রের তাপদাহ জনজীবনকে অতিষ্ট করে তোলে। তা ভুল প্রমান করে দিল আজ এই ৭ বৈশাখের তাপদাহ। আর লোডসেডিং এ জয়পুরহাটে বিতর্কিত করছে সরকারের বিদ্যুৎ উৎপাদনের সার্থকতাকে।