• সোমবার , ১৮ নভেম্বর ২০২৪

জয়কে সুশিক্ষিত করেছি-চোর-চৌট্টা বানাইনি-ওর চ্যালেঞ্জ গ্রহণ করে জবাব দিন খালেদাকে প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১১:৫৫ পিএম, ৫ মে ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪২ বার

সংসদ রিপোর্টার   :    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার ছেলে জয় (সজীব ওয়াজেদ) সম্পর্কে pm-parlament-www.jayirkhantha.com.bdবিএনপি নেত্রী খালেদা জিয়া মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। জয়ও তার বক্তব্যেকে চ্যালেঞ্জ করেছে। এখন তাকেই সেই চ্যালেঞ্জের জবাব দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমি বিএনপি নেত্রীকে বলবো আশাকরি চ্যালেঞ্জ গ্রহণ করে উত্তরটা দেবেন।বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে দশম অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন সংসদ নেতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় যুক্তরাষ্ট্রের এফবিআই’র কর্মকর্তাকে বিএনপি নেতার ঘুষ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে বলেন, আমাকে ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করতে ব্যর্থ হয়ে এখন আমার ছেলেকে হত্যার চেষ্টা করছে। তারা এত টাকা দুর্নীতি করেছে যে, এফবিআই এর অফিসারকে কিনে ফেলেছে।জয়কে অফ করে দেবে বা জীবন থেকে সরিয়ে দেবে, এজন্য তারা এফবিআই’র অফিসারকে ঘুষ দিয়েছিল, বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরোও বলে, বিশ্বের সেরা দুর্নীতিবাজদের যে তালিকা প্রকাশ করা হয়, সেখানে বিএনপি নেত্রীর ছেলের নাম এসেছে। দুর্নীতি করেছে বলেই তো যাদের ছিল ভাঙ্গা সুটকেস ও ছেড়ে গেঞ্জি, তারা হয়ে গেল শত শত কোটি টাকার মালিক।

শেখ হাসিনা বলেন, আমি ছেলে-মেয়েকে লেখা পড়া শিখিয়েছি, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় থেকে জয়কে সুশিক্ষায় শিক্ষিত করেছি। চোর-চৌট্টা বানাইনি। দেশের সেবা করতে শিখিয়েছি।